All in movies24

RoboCop (2014)







Movie Name:-RoboCop (2014)
genre:Action | Crime | Sci-Fi [12 February 2014 (USA)]
Imdb rating: 6.4
imdb link: http://www.imdb.com/title/tt1234721/?ref_=nv_sr_1
torrent link: 1- http://www.kickassunblock.info/robocop-2014-720p-brrip-x264-yify-t9086024.html ( blue ray )

Link 2 - http://www.kickassunblock.info/robocop-2014-1080p-brrip-x264-yify-t9086592.html ( HD Rip )
রবোকপ এর শেষ মুভিটি বের হয়েছিল ১৯৯৩ তে। এরপর বের হল রবোকপ ২০১৪।
ঘটোনার শুরু দুই পুলিশ সদস্যর এক গোপন অভিযান নিয়ে। যেখানে মিশন টি ব্যার্থ হয় এবং এক পুলিশ সদস্য আহত হন। মূলত পুলিশের ভিতর অসাধু কিছু কর্তা ব্যাক্তির দরুন তারা ব্যার্থ হয়েছিলেন। অপর দিকে সন্ত্রাসী সঙ্গঠন তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য উক্ত পুলিশ সদস্যদের খুন করার পরিকল্পনা করে।
এক সময় গাড়ি বিস্ফরনে উক্ত পুলিশ সদস্য তার দেহের ৮০ শতাংশই হারিয়ে ফেলেন।
এরপরই শুরু হয় মুভির মুল যাত্রা। দেহের ৮০ শতাংশ হারিয়ে ফেলা পুলিশ অফিসার এলেক্সকে যন্ত্রর ভিতর ঢুকিয়ে এক ধরনের রোবটে পরিনত করা হয়। অতঃপর তাকে সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ বাহিনীতে নিয়োগ দেয়া হয়। কিন্তু ব্যপারটা এক সময় হিতে বিপরীত হয়ে দেখা দেয় পুলিশ বাহিনী ও পলিটিশিয়ানদের কাছে।
ঘটতে থাকা নানা ঘটোনা।
আরো অনেক কিছুই লেখা যেত মুভিটা নিয়ে তবে আর লেখবো না শুধু বলবো মুভিটি দেখার জন্য। রবোকপ মুভির অন্য পার্ট গুলো থেকে এই পার্ট এ অনেক ভিন্নতা আনা হয়েছে তা আপনারা দেখলেই বুঝবেন।
আর হ্যা, রবোকপের বাইকটা ছিল দেখার মতো।।


Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Kawser Alum | clickandbrowse
Copyright © 2011. Free Movie Download - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger